চট্টগ্রামে অবৈধভাবে গাড়ি রাখায় ৪০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর পোর্ট কানেকটিং (পিসি) রোডে অবৈধভাবে গাড়ি রাখায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2020, 04:12 PM
Updated : 14 Oct 2020, 04:12 PM

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান আটটি যানবাহনকে এই জরিমানা করেন।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বন্দর থানাধীন পোর্ট কানেকটিং রোডে অবৈধভাবে রাখা ট্রাক, কভার্ড ভ্যান ও ট্রেলার অপসারণ করা হয়।

এ সময় অবৈধভাবে রাস্তায় গাড়ি রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় আটটি যানবাহনের মালিক ও চালককে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম নগর পুলিশের সদস্যরা অভিযানকালে উপস্থিত ছিলেন।