চট্টগ্রামে ওয়াসা ভবনে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম ওয়াসা ভবনের তৃতীয় তলায় একটি কক্ষে আগুনে অফিসের কাগজপত্র, কম্পিউটার ও টেবিল পুড়ে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 11:29 AM
Updated : 24 Sept 2020, 11:29 AM

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ওয়াসার মোড় এলাকায় ওয়াসা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় চারটি গাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় একটি ছোট কক্ষে আগুন লাগে। সেটি ওয়াসার অফিসের একটি কক্ষ।

“প্রাথমিকভাবে পুড়ে যাওয়া বৈদ্যুতিক তার ও সরঞ্জাম দেখে ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর বলা যাবে কী হয়েছিল।”

আগুনে ওই কক্ষে থাকা কাগজপত্র, টেবিল ও কম্পিউটার পুড়ে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আকবর।