২ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং কাটা ওষুধ বিক্রি করায় চট্টগ্রামে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2020, 02:19 PM
Updated : 9 Sept 2020, 02:19 PM

বুধবার নগরীর দিদার মার্কেট ও চন্দনপুরা এলাকার দুই ফার্মেসিকে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, মেয়াদ চলে যাওয়া ওষুধ রাখায় দিদার মার্কেটের খোদেজা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদবিহীন কাটা ওষুধ রাখায় চন্দনপুরা এলাকার সিটি ফার্মাকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দ করা মেয়াদউত্তীর্ণ ও কাটা ওষুধ ধ্বংস করা হয়।

এদিন অধিদপ্তরের অভিযানে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, অনুমোদন ছাড়া রং ব্যবহার এবং নিষিদ্ধ এনার্জি ড্রিংক বিক্রির অপরাধে আরও ১০ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদ ছাড়া খাদ্যদ্রব্য বিক্রি ও অনুমোদনহীন জর্দার রং বিক্রির অপরাধে আন্দরকিল্লা এলাকার শরিফ স্টোরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।