মোটর সাইকেলের তেলের ট্যাংকে ইয়াবা, চট্টগ্রামে গ্রেপ্তার ২

চট্টগ্রামে মোটর সাইকেলের তেলের ট্যাংকে লুকিয়ে প্রায় ২৯ হাজার ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 03:53 PM
Updated : 1 Sept 2020, 03:53 PM

নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন- মো. শাহ আলম (৪৬) ও সিরাজ মিয়া (৩৭)। তাদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে নিমতলা বিশ্বরোড এলাকায় চেকপোস্টে একটি মোটর সাইকেলকে থামার সংকেত দেন র‌্যাব সদস্যরা। কিন্তু তা না মেনে মোটর সাইকেল আরোহীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে মোটর সাইকেলটি আটকানো হয়।

জিজ্ঞাসাবাদে শাহ আলম ও সিরাজ মোটর সাইকেলের তেলের ট্যাংকে করে ইয়াবা পচারের বিষয়টি ‘স্বীকার করেন’ এবং তল্লাশি চালিয়ে র‌্যাব সদস্যরা ২৮ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।