চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সাবেক নেত্রী নূর মেহেরের মৃত্যু

চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নূর মেহের মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 09:24 AM
Updated : 30 July 2020, 09:24 AM

বৃহস্পতিবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নূর মেহের (৭৩) প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ মান্নানের সহধর্মিনী।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নূর মেহের ডায়বেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত রাত তিনটার দিকে ন্যাশনাল হাসাপাতালে তিনি মারা যান।

“উনি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। পরে তিনি সহ-সভাপতি ছিলেন। এরপর বয়সের কারণে আর কমিটিতে ছিলেন না। উনি আওয়ামী পরিবারের অন্যতম অভিভাবক। উনাকে হারিয়ে আমরা সবাই শোকাহত।”

সাবেক মন্ত্রী এম এ মান্নান ছিলেন বিএলএফ এর পূর্বাঞ্চলীয় কমাণ্ডার। মুক্তিযুদ্ধের এই সংগঠক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী ছিলেন।

এম এ মান্নান ও নূর মেহের দম্পতির ছয় ছেলে ও দুই মেয়ে।

নূর মেহেরের মৃত্যুতে শোক জানিয়েছেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

বৃহস্পতিবার বিকালে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে জানাজার পর নগরীর দামপাড়ায় পারিবারিক কবরস্থানে নূর মেহেরকে দাফন করা হবে।