ফ্লাইওভারে সুতা বেঁধে ‘ছিনতাই করতেন’ তারা

চট্টগ্রামে ‘ছিনতাইকারী চক্রের’ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যারা বিভিন্ন ফ্লাইওভারে সুতা বেঁধে লোকজনকে আটকে ‘সব কিছু কেড়ে নিতেন’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 02:34 PM
Updated : 28 July 2020, 02:34 PM

নগরীর আকবরশাহ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাহেবপাড়া এলাকায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তারদের দুজন কিশোর। বাকি চারজন হলেন- জাকির হোসেন (৩২), মোহাম্মদ সুমন (১৯), দেলোয়ার হোসেন (১৯) ও মোহাম্মদ হাসান (১৯)। তাদের কাছ থেকে চারটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন বলেন, “গভীর রাতে  ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় রাতের বেলা ছিনতাই করে। এছাড়া নগরীর বিভিন্ন ফ্লাইওভারে সুতো বেঁধে যাত্রীদের আটকে ছিনতাই করত।”

এ ঘটনায় নগরীর আকবর শাহ এলাকায় একটি মামলা হয়েছে।