চট্টগ্রামে মেরিডিয়ান চিপস কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় মেরিডিয়ান চিপস কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2020, 06:11 AM
Updated : 27 July 2020, 03:47 PM

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মেরিডিয়ান গ্রুপের মালিকানাধীন ওই চিপস কারখানায় আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পরিদ উদ্দিন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১০ গাড়ি ঘটনাস্থলে গিয়ে বেলা ১২টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, “কোত্থেকে কিভাবে আগুন লেগেছে তা নির্ণয় করা যায়নি। তবে ভোর বেলা কারখানাটিতে আগুন লাগায় সেখানে কোনো কর্মচারী ছিল না। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে।”

আগুনে মেরিডিয়ান চিপস কারখানার দেড়তলা টিনশেড কারখানার বিভিন্ন কাঁচামাল, মেশিনারিজ, কারখানা সংলগ্ন প্রতিষ্ঠানটির পাকা ভবনের নিচ ও দোতলার ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তদন্ত না করে বলতে পারেননি ফরিদ উদ্দিন। তবে তিনি বলেছেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।