করোনাভাইরাস: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ২১৭ জন শনাক্ত

চট্টগ্রাম জেলায় শেষ ২৪ ঘণ্টায় আরো ২১৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 09:14 AM
Updated : 23 June 2020, 09:19 AM

মঙ্গলবার চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, সোমবার চট্টগ্রামের পাঁচটি ল্যাবে মোট ৯২৬টি নমুনা পরীক্ষায় এ ফল আসে।

এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট শনাক্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ৬৭০১ জন।

শেষ তিনদিনে রোগী শনাক্ত হয়েছে মোট ৬০৩ জন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মোট ৯৫ জন। এই নিয়ে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন, সে হিসেবে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৪৮ জন।

নতুন শনাক্ত ২১৭ জনের মধ্যে নগরীর বাসিন্দা ১৬৪ জন এবং বিভিন্ন উপজেলার মোট ৫৩ জন। এরমধ্যে ফটিকছড়ি উপজেলায় সবেচেয়ে বেশি নয়জন শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৯০টি নমুনা পরীক্ষা করে ৭৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। যাদের মধ্যে ৭২ জন নগরীর এবং চারজন উপজেলার বাসিন্দা।

বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৬৪টি। এদের মধ্যে পজিটিভ আসে ৫৫ জনের, যাতে নগরীর বাসিন্দা ২৯ জন ও উপজেলার ২৬ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষা করে ২০ জনের পজিটিভ আসে। এদের মধ্যে নগরীর নয়জন এবং বিভিন্ন উপজেলার ১১ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়। এর মধ্যে নগরীর ২৯ জন ও বিভিন্ন উপজেলার ১১ জন।

নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১১৮টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তার মধ্যে ২৫ জন নগরীর বাসিন্দা, একজন উপজেলার।

এর আগে এক সপ্তাহের ব্যবধানে এক হাজার বেড়ে ২০ জুন চট্টগ্রামে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৬০৯৮ জনে।

এরপর ২১ জুন ১৯৪ জন এবং ২২ জুন ১৯২ জন শনাক্ত হন।