করোনাভাইরাসে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক চিকিৎসক মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 10:09 AM
Updated : 4 June 2020, 10:09 AM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মুহিদুল হাসান (৪২) নামের ওই চিকিৎসক মারা যান।

মুহিদুল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ছিলেন। মুহিদুল হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু হল।

এর আগে বুধবার চট্টগ্রামের বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এহসানুল করিমের একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুহিদুল ঈদের পরদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের কেবিনে ভর্তি হয়েছিলেন।

“পরিস্থিতির অবনতি হলে তাকে বুধবার রাতে আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালের দিকে তার মৃত্যু হয়।”

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী জানিয়েছেন, এ পর্যন্ত চট্টগ্রামে ৮৩ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন।