চট্টগ্রামে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়াল

চট্টগ্রামে একদিনে ২০৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়ায় জেলায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ১৯৩ জনে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 07:48 PM
Updated : 1 June 2020, 07:48 PM

সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করা নমুনা পরীক্ষায় এ ফল আসে।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৬৩১টি। এর মধ্যে পজিটিভ মিলেছে ২০৮ জনের।

চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান রয়েছেন।

বিআইটিআইডি ল্যাবে এদিন নমুনা পরীক্ষা হয়েছে ২১২টি। এতে করোনাভাইরাস পজিটিভ মিলেছে ৪৭জনের মধ্যে। এর মধ্যে মহানগরী এলাকার ৩৮ এবং বিভিন্ন উপজেলার নয়জন।

চমেক ল্যাবে করা ২৬১ নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ১০১ জনের। এর মধ্যে উপজেলার রয়েছে পাঁচজন এবং চট্টগ্রাম মহানগরীর ৯৬জন।

সিভাসু ল্যাবে এদিন নমুনা পরীক্ষা হয় ১৫৩ জনের। এতে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৫৮ জনের। এর মধ্যে মহানগরী এলাকার আটজন এবং বিভিন্ন উপজেলার ৪৭জন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়েছে পাঁচটি এবং পজিটিভ পাওয়া গেছে বিভিন্ন উপজেলার দুজনের।

সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুসারে সোমবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় শনাক্ত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল তিন হাজার ১৯৩ জনে।

চট্টগ্রামে গত ২৬ মার্চ থেকে ফৌজদারহাটের বিআইটিআইডিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়। গত ৩ এপ্রিল করা নমুনা পরীক্ষায় চট্টগ্রামের কোন ব্যক্তির প্রথম করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।