চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদে উদ্বোধন হল করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবরেটরি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 04:31 PM
Updated : 4 June 2020, 11:39 AM

শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ল্যাব উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নমুনা পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম মনিরুল হাসান জানান, বুধবার থেকে এই ল্যাবের মাধ্যমে দৈনিক পাঁচশ নমুনা পরীক্ষা করা যাবে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলনে, “করোনাভাইরাস পরীক্ষার জন্য আমাদের ল্যাব প্রস্তুত। চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী উপজেলা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সংগ্রহ করা নমুনা এই ল্যাবে সরবরাহ করে হবে। সেগুলোই আমরা পরীক্ষা করব।”

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংসদ ওয়াসিকা আয়েশা খান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

শুভচ্ছো বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন ও হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।