চট্টগ্রামে নবজাতকের করোনাভাইরাস শনাক্ত

করোনাভাইরাস আক্রান্ত মায়ের চার দিনের শিশু সন্তানেরও নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 07:51 PM
Updated : 28 May 2020, 08:13 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে করা নমুনা পরীক্ষায় ওই শিশুর করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে বলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাস পজিটিভ নিয়ে ভর্তি হন ৩২ বছর বয়সী ওই মা। ওই দিনই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার ছেলে সন্তানের জন্ম হয়।

পরদিনই একদিন বয়সী ওই শিশুর নমুনা নেওয়া হয় করোনাভাইরাস পরীক্ষার জন্য। বৃহস্পতিবার পরীক্ষার ফলে তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

গত ২০ মে ওই নারীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তিনি শুরুতে বাসায় আইসোলেশনে ছিলেন। পরে প্রসব বেদনা উঠলে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

ডা. আবদুর রব জানান, মা ও সন্তান দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ আছেন।