কোভিড-১৯: চট্টগ্রামে ফায়ার স্টেশন ‘অবরুদ্ধ’

চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চট্টগ্রামে একটি ফায়ার স্টেশন অবরুদ্ধ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 03:39 PM
Updated : 27 May 2020, 03:39 PM

নগরীর লামার বাজার ফায়ার স্টেশনের সব কার্যক্রম মঙ্গলবার রাত থেকে বন্ধ রয়েছে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই ফায়ার স্টেশনের চার সদস্যের নমুনা পরীক্ষার ফলাফল আসে মঙ্গলবার রাতে। তাতে একজন চালক ও তিনজন ফায়ারম্যানের করোনাভাইরাস পজিটিভি আসে।

“তাদের চারজনকে আগেই আইসোলেশনে নেওয়া হয়েছিল। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর ঢাকার নির্দেশনা অনুযায়ী লামার বাজার ফায়ার স্টেশন অবরুদ্ধ করা হয়েছে।”

আক্রান্ত চারজনের বড় ধরনের কোনো শারীরিক সমস্যা নেই বলে জানিয়েছেন ফরিদ উদ্দিন চৌধুরী।