কোভিড-১৯: চট্টগ্রামে আরেক পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ সদস্য মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 06:28 AM
Updated : 23 May 2020, 06:28 AM

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নেকাব্বর হোসেন (৪৫) নামে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয় বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।

নেকাব্বর চট্টগ্রামের হালিশহর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

ডা. রব জানান, ওই পুলিশ সদস্যের তীব্র শ্বাসকষ্ট ছিল, শুক্রবার বিকালে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) থেকে জানা গেছে, অসুস্থ কনস্টেবল নেকাব্বরকে গত ১৪ মে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তার ‘করোনাভাইরাস পজিটিভ’ পাওয়া যায়। অবস্থার অবনতি হলে শুক্রবার জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাকে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক জানান, এ পর্যন্ত নগর পুলিশের দুই সদস্য করোনাভাইরাসে মারা গেছেন।

তিনি জানান, চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত পুলিশের সংখ্যা মোট ৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১জন।