বাইরে তালা, ভেতরে বেচাকেনা

দোকানের বাইরে তালা, ভেতরে চলছে বেচাকেনা। তবে তাতে নেই স্বাস্থ্যবিধির বালাই। পুলিশ গেলেই সবাই হওয়া।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 01:25 PM
Updated : 18 May 2020, 01:37 PM

চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারের বাহার লেইনে ড্রোন উড়িয়ে এই লুকোচুরি খেলার ভিডিও ধারণ করে ক্রেতা-বিক্রেতা নয়জনকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রেখে ব্যবসা করতে বলেছিলাম। কিন্তু অনেকে বাইরে কর্মচারি দাঁড় করিয়ে রেখে দোকানে তালা দিয়ে রাখে।

“কোন ক্রেতা দেখলে তাদের ডেকে দোকানে ঢুকিয়ে দরজা বন্ধ করে রাখে। সেখানে স্বাস্থ্যবিধি না মেনে বেচাবিক্রি করেন। বিভিন্ন সময়ে সেখানে পুলিশ গেলে তারা সটকে পড়ে।”

ওসি মহসিন বলেন, “খবর জানার দুপুরে ড্রোন ওড়ানো হয় সেখানে। ড্রোনের মাধ্যমে ভিডিও ধারণ করে নয়জনকে আটক করা হয়। এর মধ্যে পাঁচ জন ক্রেতা ও চারজন বিক্রেতা।”

আটকদের বিরুদ্ধে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।