চট্টগ্রামে উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 09:25 AM
Updated : 19 April 2020, 09:25 AM

রোববার সকালে ওই রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিআইটিআইডি এর পরিচালক এম এ হাসান চৌধুরী।

“আনুমানিক ৫৫ বছর বয়সী ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে শনিবার বিকালে ভর্তি হয়েছিলেন।”

ওই ব্যক্তি নগরীর পাহাড়তলী থানাধীন মুরগির ফার্ম এলাকার বাসিন্দা। 

তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন কিনা তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫ জন। এর মধ্যে পাঁচজন মারা গেছেন।

বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২৭ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন। এদের মধ্যে আক্রান্ত ২৪ জন।

আর বিআইটিডিতে যে আটজন রোগী আছেন, তাদের মধ্যে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।