ফেইসবুকে জানালে খাদ্যসামগ্রী যাবে ঘরে: মেয়র নাছির

ফেইসবুকে মেসেজ করে জানালে নগরীর মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 06:19 PM
Updated : 7 April 2020, 06:42 PM

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে তিনি এই ঘোষণা দেন।  

মেয়র নাছির বলেন, “চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডে যে সকল মধ্যবিত্ত পরিবার আর্থিক টানাপড়েনের কারণে চাল-ডাল কিনতে কষ্ট হয়ে যাচ্ছে তারা আমার এই পেইজে

 (https://www.facebook.com/gsajmnasiruddin) এসএমএসের মাধ্যমে জানাতে পারেন।আপনার পরিচয় গোপন থাকবে।

“অবশ্যই মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা দিতে হবে যাতে যাচাই-বাছাই করে সঠিক কি না জানতে পারি।এখানে কোনো সংঘ কিংবা গোষ্ঠীকে তালিকাভুক্ত করা হবে না।শুধু একটি পরিবার, একটি এসএমএস ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হবে।কোন স্বচ্ছল ব্যক্তি অথবা যে সকল দরিদ্র, কর্মহীন, নিম্ন আয়ের মানুষ বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছেন তারা দয়া করে এসএমএস করবেন না।”

এই তালিকা তৈরির প্রেক্ষাপট তুলে ধরে ফেইসবুক বার্তায় মেয়র নাছির বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, দেশরত্ন শেখ হাসিনা ভয়াবহ করোনার বিস্তার রোধে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।যার মধ্যে অন্যতম কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারেরও পাশে দাঁড়ানো।

“তাই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই কর্মসূচির জন্য আমরা মধ্যবিত্ত পরিবারের তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছি, যাতে গোপনেও সুন্দরভাবে তাদের সহযোগিতা করা যায়।”