ঢাকায় আট হাজার পিপিই পাঠাল চট্টগ্রামের স্মার্ট জ্যাকেট

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় আরও আট হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) তৈরি করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে চট্টগ্রামের পোশাক কারখানা স্মার্ট জ্যাকেট লিমিটেড।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2020, 02:04 PM
Updated : 26 March 2020, 02:04 PM

বুধবার এসব পিপিই’র চালান চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়। এ নিয়ে চট্টগ্রামের প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরকে ৫৮ হাজার পিপিই সরবরাহ করল।

এর আগে গত মঙ্গলবার স্মার্ট জ্যাকেট তাদের তৈরি ৫০ হাজার পিপিই স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছিল।

চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত স্মার্ট গ্রুপের কারখানা জ্যাকেট লিমিটেড স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে এক লাখ পিপিই বানানোর কার্যাদেশ পেয়েছে।

স্মার্ট জ্যাকেটের নির্বাহী পরিচালক বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রতিষ্ঠানের ১৩০০ শ্রমিক নিয়মিত কাজ করে এ পর্যন্ত ৫৮ হাজার পিপিই বানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে দিয়েছে। মোট এক লাখের অর্ডার আছে। বাকিগুলো তৈরির কাজ চলছে।”

তিনি বলেন, প্রতিষ্ঠানের শ্রমিকরা সব ধরনের সুরক্ষা বিধি মেনে এসব পিপিই তৈরি করেছে। বাকি পিপিইও দ্রুতই স্বাস্থ্য অধিদপ্তরকে সরবরাহ করা হবে।