চবিতে দুই দিনের বিতর্ক উৎসব শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেট সোসাইটির (সিইউডিএস) আয়োজনে শুক্রবার দুই দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2019, 03:12 PM
Updated : 8 Nov 2019, 03:12 PM

উৎসবে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩৬টি দলের ৭২ জন বিতার্কিক অংশ নিচ্ছেন।

প্রথম দিনে বিতার্কিকরা চারটি প্রিলিমিনারি রাউন্ডে অংশ নিয়ে ব্রেক্সিট, শরণার্থী সমস্যা, অভিবাসন, বৈশ্বিক উষ্ণতা, কূটনৈতিক সম্পর্কের পরিবর্তনে বিশ্বের উপর বিদ্যমান প্রভাব ইত্যাদি প্রসঙ্গে বিদ্যমান সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বিতর্ক করেন।

নগরীর প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আগামী শনিবার বিকেল সাড়ে ৩টায় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।  

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

ওই দিন অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।