অধ্যক্ষকে রাখার জন্য আন্দোলনে চমেক শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে ভিন্ন আন্দোলন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 03:57 PM
Updated : 6 Nov 2019, 03:57 PM

এই মেডিকেল কলেজের অধ্যক্ষের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

বুধবার সকালে একদল শিক্ষার্থী ‘চট্টগ্রাম মেডিকেল কলেজের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করে।

‘সৎ শিক্ষক’ অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে বদলি করা ঠিক হয়নি বলে তাদের দাবি।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক সেলিম জাহাঙ্গীরকে বদলি করে শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. শামীম হাসানকে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক সেলিম জাহাঙ্গীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে অধ্যক্ষ থেকে সরিয়ে ফার্মাকোলজি বিভাগে বদলি করা হয়েছে। এটি সরকারি সিদ্ধান্ত। তা মানতে হবে।”

শিক্ষার্থীদের আন্দোলন না করে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে সরানোর আন্দোলন করছে, সেখানে শিক্ষার্থীরা আমাকে রাখার জন্য আন্দোলন করছে, এটি আমার জন্য বড় পাওয়া।”