পেঁয়াজের দাম লেখা ৬০, বিক্রি হচ্ছিল ১১০ টাকায়

দোকানে টাঙানো মূল্যতালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের চারটি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2019, 02:32 PM
Updated : 3 Nov 2019, 02:32 PM

রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ জরিমানা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোকানগুলোতে ৬০ টাকা পেঁয়াজের (কেজিপ্রতি) মূল্যতালিকা টাঙিয়ে ১১০ টাকা করে পাইকারিতে বিক্রি করা হচ্ছিল। এটা খুচরা বাজারে গিয়ে আরও বেশি দামে ভোক্তাদের ক্রয় করতে হয়।”

এ অপরাধে মেসার্স খাতুনগঞ্জ ট্রেডার্সকে ৫০ হাজার, অছি উদ্দিন ট্রেডার্সকে ৪০ হাজার, সৌমিক ট্রেডার্স ও বেঙ্গল ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।

তৌহিদ বলেন, “খাতুনগঞ্জ ট্রেডার্স মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ টেকনাফ থেকে সরাসরি চট্টগ্রামে নিয়ে আসে।

“আমদানিশুল্কসহ খাতুনগঞ্জ ট্রেডার্সের প্রতিকেজি পেঁয়াজের দাম পড়ে ৪২ টাকা করে, যা পাইকারি বাজারে কোনোভাবেই ৫৫-৬০ টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু দোকানটিতে ৬০ টাকা করে পেঁয়াজের দামের তালিকা টাঙিয়ে ১১০ টাকা করে পাইকারি বিক্রি করা হচ্ছে।”

এই দোকান থেকে ১১০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে সিলেটে পাঠানোর প্রমাণ পাওয়ার কথা জানান তিনি।

বাকি তিনটি প্রতিষ্ঠানও টাঙানো মূল্যতালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।