চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 02:27 PM
Updated : 22 Oct 2019, 02:27 PM

মঙ্গলবার প্রকাশিত এ ফলাফল চুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এবার চুয়েটের ১২টি বিভাগের মোট ৯০১টি আসনের বিপরীতে আট হাজার ৪৮১জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এর মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে প্রথম পর্যায়ে মোট ৪ হাজার জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে চুয়েটের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আগামী ৬ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে মেধাতালিকা অনুসারে ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো শুরু হবে।

আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য প্রথম তালিকা ৬ নভেম্বর এবং দ্বিতীয় অপেক্ষমান তালিকা ১৩ নভেম্বর প্রকাশ করা হবে।

অন্যদিকে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য প্রথম তালিকা থেকে ১৩ নভেম্বর এবং দ্বিতীয় তালিকা থেকে শিক্ষার্থীরা ২০ নভেম্বর ভর্তি হতে পারবেন।

যোগ্য ঘোষিত সব প্রার্থী (মেধা তালিকা ও অপেক্ষমান তালিকাভুক্ত) বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য নির্ধারিত ভর্তি ফরম অনলাইনে পূরণ করে বিভাগের পছন্দক্রম জানাতে হবে।

অনলাইনে বিভাগের পছন্দক্রমসহ এই ভর্তি ফরম ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পূরণ করা যাবে।

পূরণ করা ফরমের প্রিন্টেড এক কপি ভর্তির জন্য নির্ধারিত তারিখে প্রার্থীকে সাথে করে নিয়ে আসতে হবে। ভর্তি ফরম চুয়েট এর ওয়েবসাইটে পাওয়া যাবে।