বেশি দামে পেঁয়াজ বিক্রি, খাতুনগঞ্জে দুই পাইকারের জরিমানা

চট্টগ্রামের খাতুনগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই আড়তদারকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 09:39 AM
Updated : 15 Oct 2019, 09:39 AM

মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযানে নেতৃ্ত্ব দেন।

এসময় খাতুনগঞ্জের মেসার্স আজমির ভাণ্ডার এবং শাহ আমানত ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজমির ভাণ্ডারে ৪২ টাকা দরে কেনা মিয়ানমারের পেঁয়াজ ৭০ কেজি টাকা দরে এবং শাহ আমানত ট্রের্ডাসে ৬৫ টাকা কেজি দরে বিক্রির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

“পাশাপাশি তাদের সর্তক করা হয়েছে যদি আবার এরকম ঘটনার প্রমাণ মেলে তাহলে প্রতিষ্ঠান সিলগালা করে পেঁয়াজ বাজেয়াপ্ত করা হবে।”

গত ১ অক্টোবর খাতুনগঞ্জে অভিযানের সময় পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার অঙ্গীকার করেছিলেন খাতুনগঞ্জের আড়তদাররা।

এরপর পাইকারি ও খুচরায় পেঁয়াজের দাম কিছুটা কমলেও চলতি সপ্তাহে আবার বাড়তে শুরু করে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার আবার অভিযান হল।