সিআইইউ স্কুল অব লয়ের কালচারাল ও ডিবেট ক্লাবের যাত্রা শুরু

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব ল’তে যাত্রা শুরু করেছে নতুন দুটি ক্লাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2019, 04:51 PM
Updated : 14 Oct 2019, 04:51 PM

সোমবার নগরীর জামাল খান ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সিআইইউ ল অ্যান্ড কালচারাল সোসাইটি এবং সিআইইউ ল ডিবেট ক্লাব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী ক্লাব দুটির উদ্বোধন করে বলেন, “ক্লাব বা সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা। অর্জিত জ্ঞানের মাধ্যমে কীভাবে আগামী দিনে জনকল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া যায় তার অভিজ্ঞতা নেওয়া যায় ক্যাম্পাসভিত্তিক সংগঠন থেকে।”

সিআইইউর স্কুল অব ল’তে লিগ্যাল এইড ক্লাব গঠনের মাধ্যমে ইতিবাচক গুণাবলী তৈরি করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

অনুষ্ঠানে স্কুল অব লয়ের উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, “যুক্তিনির্ভর সমাজ মানেই তারুণ্যের জয়-জয়কার। সেখানে দায়িত্বশীলতা বাড়ে। বাড়ে সুস্থ নেতৃত্ব দেওয়ার মানসিকতা।”

নতুন ক্লাব দুটি সমাজ বদলে বড় ধরনের ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যদের মধ্যে স্কুল অব ল’র সহকারী ডিন মোহাম্মদ আখতারুল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক মোহাম্মদ বেলায়েত হোসাইন, প্রভাষক মো. আদনান কবির, মো. জুবায়ের কাসেম খান, মো. হাসনাত কবির ফাহিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।