শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে সিআইইউতে কর্মশালা

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘শেয়ার বাজারে বিনিয়োগ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2019, 03:54 PM
Updated : 29 Sept 2019, 03:54 PM

রোববার নগরীর জামালখানে সিআইইউ অডিটোরিয়ামে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

শেয়ার বাজারের প্রাথমিক বিশ্লেষণ, বিনিয়োগের ধরন, পোর্টফোলিও, ব্রোকারেজ হাউজ, বিও অ্যাকাউন্ট নিয়ে সেখানে আলোচনা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ আমির হোসেন।

তিনি  বলেন, “শেয়ার বাজারে বিনিয়োগ করে সফল হতে চাইলে প্রয়োজন কঠোর পরিশ্রম আর সময়। আবেগকে নিয়ন্ত্রণে রেখে ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে। রাতারাতি বড়লোক হয়ে যাব পুঁজি বিনিয়োগ করলে-এই ধারণা থেকে সরে আসতে হবে সবাইকে।”

শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে বেশি বেশি বাজার যাচাই, তথ্য সংগ্রহ, অভিজ্ঞতা বৃদ্ধি, চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা গড়ে তোলার মত বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।

সিআইইউ’র বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ইমন কল্যাণ চৌধুরী ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে আগামীতে শেয়ারের বাজারের সম্ভাব্য পরিবর্তনের দিকগুলো তুলে ধরেন।

অন্যদের মধ্যে লংকাবাংলা সিকিউরিটিজের সিনিয়র ম্যানেজার আনোয়ার শাহাদাত, ম্যানেজার দিপক কুমার পালিত, আলোচক সিনিয়র অফিসার মোহাম্মদ তামজিদ উল্লাহ, কৌশিক বিশ্বাস কর্মশালায় আরও বক্তব্য দেন।