শাটল বিকল, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরে গেলেন শিক্ষক বাসে

শাটল ট্রেনের ইঞ্জিল বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 01:54 PM
Updated : 21 Sept 2019, 01:54 PM

শনিবার বিকাল সাড়ে ৪টার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেন তারা। এক ঘণ্টটা পর কর্তৃপক্ষের তালা খুলে দেন শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীদের দুটি শিক্ষক বাসে শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিক্ষোভের মুখে শিক্ষার্থীদের পরে শিক্ষক বাসে শহরে পৌঁছে দেওয়া হয়

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন ফাতেমা আক্তার জানান, বিকাল চারটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা ক্যাম্পাসে আটকা পড়েন।

“নিম্নমানের ইঞ্জিন দিয়ে চালানোর কারণে প্রায়ই ট্রেন রাস্তায় নষ্ট হয়ে যায়। নির্ধারিত সময়ে ট্রেন চলে করে না।”

আন্দোলনকারী শিক্ষার্থীরা শাটল ট্রেন নির্ধারিত সময়ে চলাচলের ব্যবস্থা, শাটলের বগি বৃদ্ধি করা, বহিরাগতদের যাতায়াত বন্ধ করা, রাতে বিশ্ববিদ্যালয়ের রাস্তায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা ও শাটল ট্রেনের বগি সংস্কার করার দাবিও জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া বলেন, রোববার এসব বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসবেন তারা এবং তাদের সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।