বাঁশখালীর গণপিটুনির ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীতে ছাগল কিনতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 03:12 PM
Updated : 23 July 2019, 03:12 PM

হামলার শিকার জনি নামে এক ব্যক্তি ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলাটি করেছেন।

গত সোমবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে ছাগল কিনতে যাওয়া তিন যুবককে ছেলেধরা গুজব তুলে পিটুনি দিয়ে আহত করে স্থানীয় লোকজন।

এতে জনি, সোহেল ও হৃদয় আহত হন।

বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে জনি বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে।

ওসি বলেন, “মামলায় জনি উল্লেখ করেছেন তারা সোমবার দুপুরে ইলশা গ্রামে ছাগল কিনতে যান। এসময় কয়েকজন লোক তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। এসময় তারা সিএনজি অটো রিকশা নিয়ে চলে আসার পথে ছেলে ধরা গুজব তুলে তাদের পিটুনি দিয়েছে।”

মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি ওসি।