চট্টগ্রামে নিখোঁজ ভারতীয়ের সন্ধান মিলল মন্দিরে

চট্টগ্রাম নগরী থেকে ‘নিখোঁজ’ এক ভারতীয় নাগরিকের সন্ধান মিলেছে হাটহাজারী উপজেলার একটি মন্দিরে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 07:40 AM
Updated : 7 July 2019, 07:44 AM

কালপিট নরেন্দ্র জেইন (৩১) নামে ওই ব্যক্তি ভারতীয় একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবসায়িক আলোচনা করতে ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের সদরঘাট কার্যালয়ে গিয়েছিলেন।

সেখান থেকে শনিবার সকালে বের হওয়ার পর রাতে হাটহাজারী উপজেলার মেখলে পুন্ডরীক ধামে তাকে পাওয়া যায় বলে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে নরেন্দ্র জেইন বিএসআরএম সদরঘাট অফিস থেকে বের হয়ে যান। তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে না পেরে বিএসআরএমের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) নুরুন্নবী তালুকদার সদরঘাট থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। 

“জেইন ধার্মিক প্রকৃতির লোক। তিনি কাউকে কিছু না বলে হাটহাজারীর ইসকন মন্দিরে চলে গিয়েছিলেন। রাতে আমরা সেখান থেকে তাকে নগরীতে নিয়ে এসে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে তুলে দিয়েছি।”