ইঞ্জিনে ত্রুটি, ঢাকাগামী সোনার বাংলার ২ ঘণ্টা দেরি

চট্টগ্রাম থেকে ঢাকার পথে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে ত্রুটির কারণে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে প্রায় দুই ঘণ্টা বসে থাকতে হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2019, 01:43 PM
Updated : 3 July 2019, 01:43 PM

বুধবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস। ৫টা ২০ মিনিটের দিকে ভাটিয়ারির কাছে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

চট্টগ্রাম পূর্ব রেলের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি ওই স্থানে দাঁড়িয়ে ছিল। পরবর্তীতে চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন পাঠিয়ে ট্রেনটি চালু হয়।”

সন্ধ্যা ৭টা ১২মিনিটে সোনার বাংলা এক্সপ্রেস পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

বিরতিহীন আন্তঃনগর ট্রেনটি রাত সাড়ে ১০টার মধ্যে ঢাকায় পৌঁছায়। তবে বুধবার এর কমপক্ষে দুই ঘণ্টা দেরি হচ্ছে।