ইয়াবাসহ আটক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে তিন বছর আগে চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের মামলায় এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 04:08 PM
Updated : 26 June 2019, 04:08 PM

বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় দেন।

দণ্ডিত মো. কাওসার শেখ (৩২) বর্তমানে কারাগারে আছেন।

চট্টগ্রাম জেলা আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি বি কে বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় মো. কাওসার শেখের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

২০১৬ সালের ৩১ মে সীতাকুণ্ডের কাশেম জুট মিল এলাকা থেকে কাওসার শেখকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার দেহ তল্লাশি চালিয়ে সাদা ও নীল পলিথিনে মোড়ানো চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সে সময় মো. শফিকুল আলম নামে অন্য এক ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ।

তবে ওই বছরের ২৫ অগাস্ট দেওয়া মামলার অভিয়োগ পত্রে শুধু মো. কাওসার শেখকে আসামি করা হয়। ২০১৭ সালের ৩ জুলাই এ মামলায় অভিযোগ গঠন করে আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের ছয়জন আদালতে সাক্ষ্য দেন। ২০ জুন এ মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে বুধবার আদালত এ রায় দিল।