পটিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন, দগ্ধ ১৭

চট্টগ্রামের পটিয়ায় সড়কে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে এর ১৭ আরোহী দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 07:33 PM
Updated : 25 June 2019, 07:55 PM

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পটিয়ার ডাক বাংলো মোড়ে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও হাসপাতালে যোগাযোগ করে জানা গেছে।

অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার মধ্যে তিনটি শিশু রয়েছে বলে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানিয়েছেন।

বার্ন ইউনিটের চিকিৎসক ডা. নারায়ণ ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এদের সবার দেহের ৩০ থেকে ৩৫ শতাংশ বার্নড। তাদের ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন বেলাল, কালাম, জহির, রফিকুল ইসলাম, আরিফ, লোকমান মিয়া, আলম, ইদ্রিম মিয়া, হেলাল, মামুন।

তাদের বাড়ি চন্দনাইশে বলে ধারণা করা হচ্ছে। কেননা গাড়িটি চট্টগ্রাম বিমানবন্দর থেকে চন্দনাইশের সাতবাড়িয়া যাচ্ছিল।

বিদেশ থেকে ফেরা কাউকে নিয়ে কিংবা কাউকে তুলে দিয়ে মাইক্রোবাসটি চন্দনাইশে ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি নায়েক হামিদ।

অন্য কোনো গাড়ির ধাক্কায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছিল কি না, তাও জানাতে পারেনি চমেক পুলিশ। আর এ নিয়ে পটিয়া পুলিশের সঙ্গেও রাতে যোগাযোগ করা যায়নি।