চট্টগ্রামে রেলক্রসিংয়ে অটোরিকশা, ট্রেন ইঞ্জিনের ধাক্কায় নিহত ১

চট্টগ্রামে সংকেত না মেনে লেভেল ক্রসিংয়ে উঠে পড়া এক অটোরিকশায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তিনজন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2019, 05:57 PM
Updated : 12 April 2019, 06:05 PM

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বন্দরনগরীর কদমতলী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মুস্তাফিজ ভুঁইয়া জানান।

তিনি জানান, চট্টগ্রাম স্টেশন থেকে একটি লোকোমেটিভ পাহাতলী ওয়ার্কশপে যাচ্ছিল। সেটি কদমতলী রেলক্রসিং পার হওয়ার সময় গেইটম্যান গেইট সিগন্যাল বার নামিয়ে দেয়।

“কিন্তু ওই অটোরিকশা তখন রং সাইড দিয়ে এসে লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে এবং লোকোমেটিভের ধাক্কায় ২০-৩০ গজ দূরে ছিটকে পড়ে।”

এ ঘটনায় পঞ্চাশোর্ধ এক নারী ঘটনাস্থলেই মারা যান। ওই অটোরিকশার আরও তিন আরোহীকে আহত অবস্থায় পাঠানো হয় চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালে।

আহত তিনজন হলেন- ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার মো. এমদাদের স্ত্রী তসলিমা বেগম (৩৫) এবং তার দুই মেয়ে মেঘলা (১৩) ও শ্রাবণ (১২)।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানতে না পারলেও হতাহতরা সবাই এক পরিবারের সদস্য বলে পুলিশের ধারণা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান, আহতদের মধ্যে মেঘলার অবস্থা গুরুতর। তিনজনই ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।