সরকারি চাল আত্মসাতের মামলায় কর্মকর্তা কারাগারে

চট্টগ্রামে সরকারি গুদাম থেকে চাল পাচারের ঘটনায় করা মামলার আসামি হালিশহর সরকারি খাদ্য গুদামের সেসময়ের সহকারী ব্যবস্থাপক ফখরুল আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 12:36 PM
Updated : 25 March 2019, 12:36 PM

সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ আদেশ দেন।

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার পর থেকে তিনি (ফখরুল) পলাতক ছিলেন। আজ আদালতে আত্মসর্মপণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করেন।”

ফখরুল আলম হালিশহর সিএসডি খাদ্যগুদামের সহকারী ব্যবস্থাপক ছিলেন। ঘটনার পর তাকে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় বদলি করা হয়েছিল।

২০১৭ সালের ১৭ জুলাই রাতে ও ১৮ জুলাই দিনে অভিযান চালিয়ে নগরীর হালিশহর ও সিটি গেইট এলাকা থেকে পাচারের চালসহ চারটি ট্রাক আটক করে র‌্যাব।

আটক তিন হাজার ৯৬ বস্তায় মোট ১৫৫ মেট্রিক টন চাল পাচার হচ্ছিল বলে জানায় র‌্যাব।

তখন হালিশহর সিএসডি গুদামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক প্রণয়ন চাকমা ও চার ট্রাকের চালক শামসুল হুদা, মো. মিজান, শফি আলম ও মো. ওসমানকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৭ এর নায়েক সুবেদার জহির উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটজনকে আসামি করে একটি মামলা করেন। এরমধ্যে স্থানীয় দুই চাল ব্যবসায়ীকেও আসামি করা হয়।