চট্টগ্রামে তিন নারী ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে একটি ছিনতাইকারী চক্রের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 03:44 PM
Updated : 18 March 2019, 03:44 PM

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, সোমবার যাত্রীবেশে টমটমে (ব্যাটারিচালিত অটোরিকশা) উঠে এক নারীর কাছ থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার পর স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- রুবিনা (২৫), খাইরুন (২২) ও হাফিজা আক্তার (১৯)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, নগরীর বিভিন্ন স্থানে এভাবে কৌশলে ছিনতাই চালিয়ে আসার বিষয়টি তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”

কোতোয়ালির পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার ওই নারী দুপুরে আন্দরকিল্লা থেকে চকবাজারে যাচ্ছিলেন নাতনীকে স্কুল থেকে আনতে।

আন্দরকিল্লা মোড় থেকে একটি টমটমে চড়েন তিনি। ছিনতাইকারী দলের ওই তিনজনও তখন সেই টমটমে ওঠেন। তাদের মধ্যে রুবিনা ও খাইরুন বসেন ওই নারীর দুই পাশে।

ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, টমটমটি রহমতগঞ্জ কেবি আব্দুস সাত্তার রোডের রহমানিয়া হোটেলের সামনে পৌঁছালে দুপাশে বসা দুইজন ওই নারীকে চেপে ধরেন এবং হাফিজা আক্তার তার গলায় থাকা সোনার চেইন টান দিয়ে খুলে নেন।

“এ সময় ওই নারী চিৎকার করলে চালক গাড়ি থামিয়ে ফেলে। চালক ও স্থানীয়দের সহায়তায় তিন ছিনতাইকারীকে আটক করে আমাদের জানানো হয়।”

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বলে জানান ওসি।