
প্রধানমন্ত্রী তো খালেদা জিয়াকে শাস্তি দেননি: তথ্যমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2019 09:08 PM BdST Updated: 10 Feb 2019 11:02 PM BdST
খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আইন ও আদালতের প্রতি ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শন করেছেন বলে মনে করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ একটি সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য।”
মন্ত্রী বলেন, “এই আহ্বান জানিয়ে তিনি আইন এবং আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে তিনি প্রকারান্তরে এটি বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী যেন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।

হাছান মাহমুদ দাবি করেন ওই সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও কিছু কথা বলেছেন তা ‘অশোভন ও রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত’।
তিনি বলেন, “বিএনপিকে অনুরোধ করব আপনারা আইনী লড়াই করুন। কিন্তু গত এক বছরে আপনারা যেভাবে আইনী লড়াই করেছেন এতে সাধারণ মানুষ মনে করে আপনাদের আন্তরিকতার অভাব ছিল।”
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক ও সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- রঙতুলিতে শহীদ মিনার আঁকলো সুবিধাবঞ্চিত শিশুরা
- রাউজানের রাস্তায় হাত-পা বাঁধা নারীর লাশ
- ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে চট্টগ্রাম
- ২১ ফেব্রুয়ারি নিয়ে চট্টগ্রামের দুই কলেজের যত আয়োজন
- চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ আহত আসলাম পুলিশের টাকা ছিনতাইয়ের আসামি
- ২১ ফেব্রুয়ারি যান চলাচল বিষয়ে সিএমপির নির্দেশনা
সর্বাধিক পঠিত
- পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে নিহত অন্তত ৭০
- শিক্ষা পেয়েছি, ব্যবস্থা হবে: ওবায়দুল কাদের
- গেইলকে ছাপিয়ে নায়ক রয়-রুট
- খুনে ব্যাটিংয়ে উইন্ডিজের ছক্কার রেকর্ড
- টেস্ট দলে সৌম্য
- ছক্কার রেকর্ডে আফ্রিদিকে ছাড়িয়ে চূড়ায় গেইল
- দুই ডিফেন্ডারের গোলে ইউভেন্তুসকে হারাল আতলেতিকো
- চকবাজারে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা
- আবারও ‘ওয়েক আপ কল’?
- শামীমা বাংলাদেশের নাগরিক নন: পররাষ্ট্র মন্ত্রণালয়