চারদিনে কর্ণফুলী তীরের সাত একর জমি উদ্ধার

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চারদিনে কর্ণফুলী নদীর তীরে সাত একর জমি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2019, 02:23 PM
Updated : 7 Feb 2019, 02:23 PM

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাঝিরঘাট এলাকায় নদী তীরে চতুর্থদিনের মতো অভিযান পরিচালনা করেন পতেঙ্গা ভূমি অফিসের সহকারী কমিশনার তাহমিলুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

তাহমিলুর রহমান জানান, চারদিনে নদী তীর থেকে ১৭০টির মতো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও অভিযান চলবে বলে জানান তিনি।

উচ্চ আদালতের নির্দেশ মেনে গত সোমবার থেকে নদীর সদরঘাট এলাকা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। উচ্ছেদের সময় পাকা, কাঁচাসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

তিনটি পর্যায়ে ভাগ করে এ অভিযান চালানো হচ্ছে। প্রথম ধাপে সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত অভিযান চলছে। পরবর্তীতে পতেঙ্গা এবং চাক্তাই এলাকা ধরে উচ্ছেদ অভিযান চালাবে জেলা প্রশাসন।

নদীর দুই তীরে ২১১২টি অবৈধ স্থাপনা আছে বলে প্রশাসনের হিসাব। এর মধ্যে ছয়টি বাদ দিয়ে বাকি সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।