চট্টগ্রামের আদালত ভবন থেকে আসামি পালিয়েছে

চট্টগ্রাম আদালত ভবন থেকে লোহাগাড়া থানার একটি মামলার এক আসামি পালিয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 05:37 PM
Updated : 17 Jan 2019, 05:37 PM

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মো. মহিউদ্দিন বৃহস্পতিবার বিকালে পালিয়ে যায়।

এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে বলে ওসি মো. মহসীন জানিয়েছেন।

মহিউদ্দিন (৩২) লোহাগাড়া উপজেলার চরম্বা গ্রামের আব্দুল মতলবের ছেলে। আদালতে হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি পলায়নের ঘটনায় হওয়া মামলায় বলা হয়, লোহাগাড়া থানা থেকে সকালে রওনা দেওয়ার পর দুপুর ১টার দিকে কয়েকজন আসামিকে নিয়ে চারজন পুলিশ সদস্য আদালতে পৌঁছান। সেখানে কনস্টেবল আব্দুল মান্নানের হেফাজত থেকে আসামি মহিউদ্দিন পালিয়ে যায়।

চট্টগ্রাম আদালতে দায়িত্বরত জেলা পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিকে আদালতে নেওয়ার পর প্রসিকিউশন শাখায় বুঝিয়ে দেওয়ার আগে মহিউদ্দিন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে টয়লেটে যান।

“কিছুক্ষণ পর কনস্টেবল আব্দুল মান্নান টয়লেটের দরোজা খোলা দেখতে পান। এ সময় তিনি গিয়ে দেখেন, টয়লেটের ভেতরে কেউ নেই।”

এই ঘটনায় লোহাগাড়া থানার কনস্টেবল সজীব ঘোষ বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।