চট্টগ্রামে জামায়াতের ৩ নারী সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে এক বাড়িতে তল্লাশি চালিয়ে জামায়াত ইসলামীর মহিলা শাখার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 04:04 PM
Updated : 6 Dec 2018, 04:04 PM

বুধবার রাতে নগরীর বন্দর থানার কলসী দিঘীর পাড় বায়তুল রিদওয়ান মসজিদ কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ন কবির।

গ্রেপ্তার তিনজন হলেন- জেসমিন আক্তার (২৯), শাহানার বেগম (৩৮) এবং হামিদা আক্তার (৩০)।

গোয়েন্দা কর্মকর্তা হুমায়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বায়তুল রিদওয়ান মসজিদ কলোনি পুকুরের উত্তর পাড়ে একটি বাসায় বেশকিছু পুরুষ-মহিলা বাসায় গোপন বৈঠক করছেন বলে আমাদের কাছে খবর আসে।

“তথ্য পেয়ে রাতে সে বাসাটিতে অভিযান চালানো হলে বেশকিছু লোকজন পালিয়ে যায়। এসময় তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়।”

তাদের কাছ থেকে জামায়াত ইসলামীর সহযোগী সদস্য ফরম, জামায়াত নেতা যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদের মুক্তির দাবিতে ছাপানো লিফলেট, বায়তুল মাল খাতা, রশিদ, জামায়াত ইসলামীর সাংগঠনিক নথিপত্রসহ বিভিন্ন ধরনের জিহাদি বই উদ্ধার করা হয় বলে জানান তিনি।  

মুজাহিদের মৃত্যুদণ্ড কয়েক বছর আগেই কার্যকর হয়েছে। 

পুলিশ কর্মকর্তা হুমায়ন বলেন, “জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম চালানোর জন্য তারা ইপিজেড এলাকায় বিভিন্ন পোশাক কারখানায় কাজ নিয়ে ওই এলাকায় অবস্থান করছিল।”

গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার কার্যক্রম ব্যাহত করার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে বন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান হুমায়ন।