বর্ষপূর্তি উদযাপনে প্রমা

চট্টগ্রামের প্রমা আবৃত্তি সংগঠনের ২৯ বছর পূর্তিতে দুই দিনের অনুষ্ঠান শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2018, 03:30 PM
Updated : 29 Nov 2018, 03:30 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।

প্রমা’র সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফী, অধ্যাপক ড. মাহবুবুল হক, কবি ও সাংবাদিক আবুল মোমেন, মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান ও আবৃত্তিশিল্পী লায়লা আফরোজ।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা ২৯ বছরের পথচলায় প্রমা আবৃত্তি সংগঠন শুদ্ধ সংস্কৃতি চর্চার পাশাপাশি দেশের প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

সংগঠনটি চট্টগ্রামসহ সারাদেশে তাদের যাত্রা অব্যাহত রেখে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

উদ্বোধনী দিনে প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা বৃন্দ আবৃত্তি পরিবেশনের পাশাপাশি চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

একক সংগীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায়। এছাড়া কবিদের কবিতা পাঠ, একক কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।

শুক্রবার বিকালে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এছাড়া ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দ্বিতীয় দিনেও বিভিন্ন সংগঠন ও শিল্পীরা দলীয় ও একক আবৃত্তি ও গান পরিবেশন করবেন।

১৯৯০ সালের ২৯ নভেম্বর প্রমা আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠা হয়।