মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে মিলল অস্ত্র ইয়াবা

চট্টগ্রামে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে ইয়াবা এবং অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2018, 12:42 PM
Updated : 7 Oct 2018, 12:42 PM

রোববার বিকালে নগরীর ইস্পাহানি মোড়ে মাইক্রোবাসটি থেকে ইয়াবা ও আটটি দেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এসময় আলমগীর হোসেন (৩০) ও মো. শাহরিয়ার (২৫) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো মাইক্রাবাসটি আটক করা হয়।

“টেকনাফ থেকে অস্ত্র ও ইয়াবা নিয়ে একটি মাইক্রোবাসের ঢাকা যাওয়ার খবর ছিল আমাদের কাছে। আখতারুজ্জামান ফ্লাইওভার দিয়ে নামার পর লালখান বাজার এলাকায় সেটি আটকানো হয়। 

 

“পরে গাড়িটি তল্লাশি করে বডিতে বিশেষ কৌশলে রাখা আটটি দেশী আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়।”

আটক ইয়াবার পরিমাণ আনুমানিক ২০ হাজার হতে পারে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।