জাতীয় ঐক্য মুক্তির সনদ এনে দেবে: আমীর খসরু

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় দেশের মানুষ নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 03:18 PM
Updated : 22 Sept 2018, 03:18 PM

শনিবার বিকালে চট্টগ্রামে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের মাঠে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারী সরকার থেকে মুক্ত হতে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। এ জাতীয় ঐক্য মুক্তির সনদ এনে দেবে।

“ভাষা আন্দোলন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেখানে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল সেখানে স্বৈরাচার পরাজিত হয়েছে। দেশের মানুষ আজ তাদের দিকে তাকিয়ে আছে।”

যারা ঐক্যের পক্ষে থাকবে না তাদের জবাবদিহি করতে হবে মন্তব্য করে আমীর খসরু বলেন, এবারের আন্দোলন হবে নিরাপদ বাংলাদেশ ও নিরাপদে ভোট দেওয়ার জন্য।

“আজকের বাংলাদেশকে নিরাপদ বলা যায় না। আওয়ামী লীগ সংসদ বহাল রেখে, গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করে, খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।”

কিন্তু ‘বিএনপির নির্ভরতা দেশের জনগণের ওপর’ মন্তব্য করে সাবেকমন্ত্রী খসরু বলেন, খালেদা জিয়াকে মুক্ত করেই এদেশে নির্বাচন হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে শোকসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবীর, গোলাম আকবর খন্দকার, এসএম ফজলুল হক ফজু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।