চট্টগ্রামে ‘মাদক চোরাকারবারি’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত এক ‘মাদক চোরাকারবারিকে’ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2018, 08:26 AM
Updated : 14 Sept 2018, 09:01 AM

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার গভীর রাতে দারোগাহাট রোড বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে কামাল হোসেন রানা নামের ওই যুবককে তারা গ্রেপ্তার করেন।

রানার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে কোয়ার্টারে তিনি ‘অবৈধভাবে’ বসবাস করে আসছিলেন বলে পুলিশের ভাষ্য।  

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রানাকে গ্রেপ্তারের সময় তার কাছে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

“চট্টগ্রাম নগরীতে মাদক বিক্রির জন্য কুখ্যাত বরিশাল কলোনি, বাস্তুহারা কলোনি ও আইস ফ্যাক্টরি রোড এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত ছিল রানা। মাদক চোরকারবারিদের তালিকায় তার নাম রয়েছে।”

ওসি বলেন, সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু হলে বরিশাল কলোনি ও আশেপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। রানা তখন আত্মগোপনে চলে যায়।

বৃহস্পতিবার দারোগাহাট রোড এলাকায় তার অবস্থানের খরব জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।