রমা চৌধুরী আর নেই
চট্টগ্রাম ব্যুরো ও নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2018 08:48 AM BdST Updated: 03 Sep 2018 08:55 AM BdST
-
২০১৩ সালের ২৭ জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছিল বীরাঙ্গনা রমা চৌধুরীর (ফাইল ছবি)
দীর্ঘদিন অসুস্থতার পর চিরবিদায় নিলেন একাত্তরের বীরাঙ্গনা লেখক রমা চৌধুরী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার দীর্ঘদিনের সহচর ও তার বইয়ের প্রকাশক আলাউদ্দিন খোকন।
রমা চৌধুরীর বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগ নিয়ে গত জানুয়ারি থেকে তিনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলেন।
আলাউদ্দিন খোকন বলেন, “অবস্থার অবনতি হলে রোববার রাত সাড়ে ১১টার দিকে দিদিকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু ভোরের দিকে সব আশা শেষ হয়ে গেল।”
চট্টগ্রামের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আহমেদ ইকবাল হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রমা চৌধুরীর মরদেহ বেলা ১১টার দিকে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে বোয়ালখালীতে গ্রামের বাড়িতে নিয়ে তাকে সমাহিত করা হবে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা রমা চৌধুরী ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশা হিসেবে জীবনে তিনি শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন।
মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৩ মে তিন শিশু সন্তান নিয়ে বোয়ালখালীর পোপাদিয়ার গ্রামের বাড়িতেই ছিলেন রমা চৌধুরী। এসময় তার স্বামী ছিলেন ভারতে। ওই ঘটনার পর থেকেই খালি পায়ে হাঁটেন রমা চৌধুরী।
এলাকার রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী রমা চৌধুরীর বাড়িতে হানা দেয়, ধর্ষণের পর তাদের বাড়ি জ্বালিয়ে দেয় হানাদাররা। রমা চৌধুরীর দুই সন্তান সাগর (৫) ও টগর (৩) এই ঘটনার দুই বছরের মধ্যেই মারা যান। তার আরেক সন্তান মারা যায় সড়ক দুর্ঘটনায়।
রমা চৌধুরী ’৭১ এর জননী’, ‘এক হাজার এক দিন যাপনের পদ্য’, ‘ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথ’সহ ১৯টি বই লিখে গেছেন। চট্টগ্রাম নগরীতে খালি পায়ে বিচরণ করতেন এই বীরাঙ্গনা।
নিজের লেখা বই নিজেই তিনি বিক্রি করতেন। বই বিক্রি করে একটি অনাথ আশ্রম গড়ার স্বপ্ন ছিল তার।
-
বে টার্মিনালের নকশা করতে কোরিয়ার দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ৩১ মে
-
আইপিএল নিয়ে পিটিয়ে হত্যা: কক্সবাজার-নোয়াখালী থেকে গ্রেপ্তার ২
-
কথা কাটাকাটির জেরে গৃহকর্ত্রীকে ‘কুপিয়ে খুন’
-
চট্টগ্রাম পাসপোর্ট অফিসে রোহিঙ্গা তরুণী ধরা
-
আত্মসমর্পণের পর কারাগারে প্রদীপের স্ত্রী চুমকি
-
হালদায় ১ দিনের অভিযানে ৪৬ হাজার মিটার জাল জব্দ
-
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক কর্মীদের সড়ক অবরোধ
-
কর্ণফুলীতে সাম্পান উল্টে নিখোঁজ কিশোরের লাশ মিললো দুদিন পর
-
বে টার্মিনালের নকশা করতে কোরিয়ার দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ৩১ মে
-
আইপিএল নিয়ে পিটিয়ে হত্যা: কক্সবাজার-নোয়াখালী থেকে গ্রেপ্তার ২
-
কথা কাটাকাটির জেরে গৃহকর্ত্রীকে ‘কুপিয়ে খুন’
-
চট্টগ্রাম পাসপোর্ট অফিসে রোহিঙ্গা তরুণী ধরা
-
হালদায় ১ দিনের অভিযানে ৪৬ হাজার মিটার জাল জব্দ
-
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক কর্মীদের সড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- মুশফিক-লিটনের কাছে প্রথম ঘণ্টা চান বাংলাদেশ কোচ