অতিরিক্ত ভাড়া: চট্টগ্রামে ৬ পরিবহনের সাজা

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে চট্টগ্রামে ছয়টি পরিবহনের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2018, 02:03 PM
Updated : 21 August 2018, 02:03 PM

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর শাহ আমানত সেতু ও বহদ্দারহাট বাস টার্মিনাল এবং একে খান ও অলংকার মোড়ে চালানো অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

শাহ আমানত সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকা থেকে কক্সবাজার ও বান্দরবান রুটে চলাচলকারী বিভিন্ন বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হয়।

ঈদে বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ঈদে বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

সেখানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের এক বাসচালককে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বহদ্দারহাট বাস টার্মিনালে বাঁশখালী রুটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা মিললে চালক ও শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় বলে জানান ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

অপরদিকে নগরীর অলংকার ও একে খান মোড় এলাকায় দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার।

সেখানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে পাঁচটি পরিবহনের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান তিনি।