চট্টগ্রামে প্রথম সিনেপ্লেক্সের যাত্রা শুরু

চট্টগ্রমের প্রথম সিনেপ্ল্যাক্স ‘সিলভার স্ক্রিন’র যাত্রা শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 04:46 PM
Updated : 16 August 2018, 04:46 PM

বৃহস্পতিবার নগরীর ষোলশহর দুই নম্বর গেইটে ফিনলে স্কয়ারের সপ্তম তলায় এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে বন্দর নগরীর প্রথম সিপ্ল্যোক্সটি।

অনুষ্ঠানে সিলভার স্ক্রিনের মালিকরা সিনেপ্ল্যক্সের বিভিন্ন দিক তুলে ধরেন। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন জন।

সিলভার স্ক্রিনের অন্যতম উদ্যোক্তা ফারুক আহমেদ জানান, ১৭ মাসে চট্টগ্রামের প্রথম সিনেপ্ল্যাক্সটি নির্মাণ করা হয়েছে। সিলভার স্ক্রিনে ‘প্লাটিনাম’ ও ‘টাইটিনিয়াম’ নামে যথাক্রমে ৭২ ও ১৮ আসনের অত্যাধুনিক হল রয়েছে।

সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত আধুনিক হলটিতে প্রতিদিন সকাল সোয়া ১১টা থেকে তিনটি শো চলবে বলে উদ্যোক্তারা জানান।

প্লাটিনাম হলের নিয়মিত আসন প্রতিটি দেশি সিনেমার ক্ষেত্রে ৫০০টাকা এবং বিদেশি সিনেমায় প্রিমিয়াম সিটে ৬০০টাকা টিকেটের দাম রাখা হয়েছে।

এছাড়া টাইটেনিয়াম হলে প্রতিটি দেশি চলচ্চিত্রর টিকেট ১২শ ও বিদেশি চলচ্চিত্রের টিকেট দেড় হাজার টাকা।

ফারুক আহমেদ জানান, সিনেমাপ্রেমীরা প্রতিদিন সিনেপ্ল্যাক্সের কাউন্টার ও ওয়েবসাইটের মাধ্যমেও টিকিট কাটতে পারবে।

শুক্রবার থেকে বাংলা সিনেমা আয়নাবাজি ও স্বপ্নজাল এবং বিদেশি সিনেমা মিশন ইম্পসিবল ও স্পাই প্রদর্শিত হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, কবি ও সাংবাদিক আবুল মোমেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।

তারা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নাগরিকদেও বিনোদনের জন্য সুস্থ সিনেমা দেখানোর ক্ষেত্রে সিনেপ্ল্যাক্সটি ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদসহ চট্টগ্রামে বিভিন্ন দৈনিকের কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।