১৫ অক্টোবর শুরু হচ্ছে দ্বাদশ উইমেন’স এসএমই এক্সপো

দ্বাদশ ইন্টারন্যাশনাল উইমেন’স এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৮ এর আসর শুরু হচ্ছে আগামী ১৫ অক্টোবর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2018, 01:55 PM
Updated : 11 August 2018, 01:55 PM

শনিবার চিটাগাং উইম্যান চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে জানানো হয়।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন উইম্যান চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট মুনাল মাহবুব।

সভাপতিত্ব করেন সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী।

অনুষ্ঠানে জানানো হয়, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসহ এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার, প্রসার, আয় বৃদ্ধি এবং ভোক্তা-উদ্যোক্তাদের মাঝে পারষ্পরিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে দ্বাদশ বারের মত মেলার আয়োজন করা হচ্ছে।

রেলওয়ে স্টেডিয়াম পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলা হবে।

এবছর ইরান, ভারত, চীন, মালয়েশিয়া, থাইল্যাণ্ডের উদ্যোক্তারা অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

এবার মেলায় ছোট-বড় প্রায় সাড়ে ৩০০ স্টল এবং ১৫টি প্যাভেলিয়ন থাকবে।

মেলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ক্যাম্প, সিসি টিভি ক্যামেরা, বেসরকারি নিরাপত্তারক্ষী, ফায়ার সার্ভিসসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।

এবারের মেলার সহযোগী হিসেবে আছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই, এসএমই ফাউন্ডেশন এবং জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার।

অনুষ্ঠানে জানানো হয়, মেলায় তাৎক্ষণিকভাবে ঋণ নিতে আগ্রহী এসএমই নারী উদ্যোক্তাদের নির্বাচন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সাবিহা নাহার বেগম, উইম্যান চেম্বারের সিনিয়ার ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, রুহী মোস্তফা, ভাইস-প্রেসিডন্ট জেসমিন আক্তার প্রমুখ।