চট্টগ্রামে শিশু অপহরণের অভিযোগে এক নারী গ্রেপ্তার

চট্টগ্রামে তিন বছর বয়েসী এক শিশুকে অপহরণের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 05:57 PM
Updated : 18 July 2018, 05:57 PM

বুধবার সন্ধ্যায় নগরীর পাহাড়তলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নারীর নাম রাবেয়া বসরী (৩০)। তার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি।

র‌্যাব-৭ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সাহেদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৫ জুলাই পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় বাসার কাছে একটি মাঠে খেলছিল। ওই সময় রাবেয়া চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।”

শিশুটির পরিবার ঘটনাটি র‌্যাবকে জানালে তারা তদন্ত শুরু করে। এতে ধরা পড়ে যান রাবেয়া।

র‌্যাব কর্মকর্তা সাহেদা বলেন, “রাবেয়া শিশুটিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের বাঙ্গিরচর এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল। ওই দম্পতিকে রাবেয়া বলেছিল, শিশুটি এতিম।”

সন্ধ্যায় শিশুটিকে হস্তান্তর করার সময় পাহাড়তলী নোয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় বলে জানান সাহেদা।