চট্টগ্রামে বাস লেকে পড়ে তিনজনের মৃত্যু

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে দুই শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2018, 12:03 PM
Updated : 22 June 2018, 06:01 PM

শুক্রবার বিকাল ৪টার দিকে রাউজান পৌরসভার পিংক সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মহালছড়ি থেকে আসা আশার আলো পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লেকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। 

নিহতদের মধ্যে দুই জন শিশু ও একজন আনুমানিক ৫০ বছর বয়েসী পুরুষ। তবে তাদের কারও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ডুবুরি দল দুর্ঘটনা কবলিত বাসটি লেক থেকে টেনে তুলেছে। লেকে আর কাওকে না পেয়ে সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জাকির হোসেন জানান।