চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2018, 06:35 PM
Updated : 17 June 2018, 07:00 PM

নিহত মো. অনিক (২৬) নগরীর দামপাড়া পল্টন রোডের নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

রোববার রাত সোয়া ১০টার দিকে বাড়ির কাছে চট্টেশ্বরী মোড়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে চকবাজার থানার ওসি আবুল কালাম জানিয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান, অনিকের বাবা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

“এখানে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এই হত্যাকাণ্ডের জন্য পাশের ব্যাটারি গলির মহিউদ্দিন তুষার ও ঈমনসহ ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে অনিকের পরিবার।

ঘটনার সূত্রপাত বিকালে জানিয়ে কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনিকের ছোট ভাই রনিক বিকালে মটরসাইকেল নিয়ে ব্যাটারি গলিতে ঢোকার সময় জোরে হর্ন দেন। এ নিয়ে স্থানীয় ছেলেদের সঙ্গে বাকবিতণ্ড ও মারামারি হয়। পরে পুলিশ গেলে উভয়পক্ষ সরে যায়।

ওই এলাকার তুষার, ঈমনসহ ১০-১২ জন জোটবদ্ধ হয়ে রাত সাড়ে ৯টার দিকে চট্টেশ্বরী মোড়ে আসেন জানিয়ে চকবাজারের ওসি আবুল কালাম বলেন, “তারা আসার পর অনিকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় অনিকের বাবা নাসিরও সেখানে ছিলেন। এক পর্যায়ে অনিককে ছুরিকাঘাত করে তারা।”

নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন বলেন, “তুষার, ঈমনরা মারামারির মধ্যে ফাঁকা গুলিবর্ষণ করে। এতে লোকজন সরে গেলে তারা অনিককে ছুরি মারে।”

তিনি বলেন, তুষার নিজেকে যুবলীগ নেতা দাবি করেন। তবে সংগঠনে তার কোনো পদ নেই।