সাতকানিয়ায় পদদলন: গ্রেপ্তার চারজনের জামিন

চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী বিতরণের সময় ভিড়ে পদদলনে নয়জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার চারজনকে জামিন দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 11:48 AM
Updated : 16 May 2018, 11:48 AM

বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদুল হাসান আসামিদের জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

পুলিশ আদালতে চারজনের জামিনের বিরোধিতা করলেও তাদের রিমান্ডে চেয়ে আবেদন করেনি।

যারা জামিন পেয়েছেন তারা হলেন- মুরিদুল আলম ওরফে মুরাদ (২৭), মো. ইদ্রিস (২৬), হাবিব আহমদ সাহেদ (৩২) ও আজগর আলী (২৮)।

মঙ্গলবার গ্রেপ্তারের পর পুলিশ দাবি করেছিল, ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তারা।

বুধবার জামিন আদেশের পর আসামিপক্ষের আইনজীবী চন্দন দাশ আদালতে সাংবাদিকদের বলেন, “বিজ্ঞ আদালতে নিবেদন করেছি, যে ধারার অপরাধের কথা বলা হয়েছে- দণ্ডবিধির ৩০৪ (এ) ধারা, এটি জামিনযোগ্য অপরাধ। তাই আসামিদের জামিন পাওয়া অধিকার।

“পাবলিক পারসেপশনে যা কিছুই থাক আদালত চলবে একান্তই আইনের কাঠামোর মধ্যে। সেজন্য আদালত অভিযোগপত্র বা ফাইনাল রিপোর্ট পর্যন্ত তাদের জামিন দিয়েছেন। যারা গ্রেপ্তার হয়েছেন তারা কেএসআরএম’র কর্মকর্তা-কর্মচারী না।”

আইনজীবী চন্দন দাশের দাবি, গ্রেপ্তারদের মধ্যে একজন মাদ্রাসা শিক্ষক এবং অন্য তিনজন ডেকোরেশন কর্মচারী। তারা পুরো প্রক্রিয়ার সাথে সম্পর্কিত না।

চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এএইচএম মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জামিনের বিরোধিতা করেছিলাম। তবে আদালত তা বিবেচনায় নেননি।”

মামলার এজাহারে এই চারজনের নাম নেই জানিয়ে তিনি বলেন, “মামলায় শুধু একজনের নাম আছে।”

সোমবার সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা (হাঙ্গরমুখ) এলাকার কাদেরীয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে কেএসআরএম মালিকপক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণের সময় ভিড়ের চাপে নয়জন নারী নিহত হন।

এ ঘটনায় খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা নিহত হাসিনা আক্তারের স্বামী মো. ইসলাম ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে কেএসআরএম মালিক মো. শাহজাহানকে আসামি করে একটি মামলা করেন। মামলায় ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অজ্ঞাত পরিচয় অনেককে আসামি করা হয়।

মঙ্গলবার বিকালে উপজেলার গাটিয়াডাঙ্গা এলাকায় কেএসআরএম মালিক শাহজাহানের বাড়ির আশপাশের এলাকা থেকে চারজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।